খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার পর গলাচিপা সদর ইউনিয়নের বিপিসি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক মনোরম পরিবেশে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গলাচিপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গলাচিপা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম প্রধান মো. মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা পরান বিশ্বাস, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম মিন্টু, ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
সভায় সভাপতির বক্তব্যে মো. নাসির উদ্দিন বলেন, বিএনপি একটি গণমানুষের দল। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমাদেরকে আরও সংগঠিত হতে হবে। প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির অন্যতম হাতিয়ার। তাই প্রত্যেক নেতাকর্মীকে আন্তরিকতার সাথে এ কাজে এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথি মো. মাসুম বিল্লাহ বলেন, আজকের এই সদস্য নবায়ন কার্যক্রম শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং আগামী দিনের আন্দোলন-সংগ্রামের জন্য দলকে নতুন করে সংগঠিত করার অঙ্গীকার। দলকে সুসংগঠিত করে জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করতে হবে।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে দলকে তৃণমূল থেকে শক্তিশালী করার গুরুত্বের ওপর জোর দেন। তারা বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। তাই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশকে সঠিক পথে এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ে প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হলে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি পুরাতন সদস্যদের নবায়ন করতে হবে। তৃণমূল থেকেই দলের ভীতকে মজবুত করতে পারলেই সামনে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে বিজয় অর্জন সম্ভব হবে।