গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মধ্যপাড়ায় আব্দুর রহমান (২৮) নামের এক নব মুসলিমের ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৪ মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকা থেকে আব্দুর রহমান(২৮) নামের এক নব মুসলিমের ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
নিহত নব মুসলিম আব্দুর রহমান(২৮) নামের ব্যক্তি সে ওই এলাকার শ্রী কালী প্রসাধ মহন্তের ছেলে।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, নব মুসলিম আব্দুর রহমান (২৮) নামের ব্যক্তি সে হিন্দু সম্প্রদায়ের। হিন্দু সম্প্রদায়ের তার নাম ছিল কনক কুমার মহন্ত। পরবর্তীতে কনক কুমার মহন্ত
হিন্দু সম্প্রদায়কে ত্যাগ করে ইসলাম ধর্মগ্রহণ করে নব মুসলিম হন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম রাখা হয় আব্দুর রহমান। এরপর নব মুসলিম হয়ে সে ইসলাম সম্প্রদায়ের মুসলিম মেয়ে মোছা. দিতি খাতুনকে বিয়ে করে।
তাদের দুজনের দাম্পত্য জীবন কেটে আসছিল।
এরি একপর্যায়ে শুক্রবার(২৪মার্চ) দুপুরের দিকে নিজ শয়ন ঘরে ফ্যানের সাথে নব মুসলিম আব্দুর রহমান (২৮) নামের যুবক সে গলায় ওড়না পেছানো ঝুলন্ত লাশ দেখতে পায়।
এবিষয়টি টের পেয়ে তার মা ইতি রাণী ও স্ত্রী দিতি খাতুন চিৎকার দিয়ে লাশটি নিচে নামায়। গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে আব্দুর রহমান (২৮) নামের যুবকের লাশ উদ্ধার করে।
এবিষয় নিশ্চিত করেছে, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, খবর পেয়ে আব্দুর রহমান(২৮) নামের এক নব মুসলিমের লাশ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট কাছে এলে তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
Leave a Reply