গোবিন্দগঞ্জে উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে অগ্রগতি ও অংশীজনের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা এর আয়োজনে (৩১জুলাই) রবিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ৩২, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মানোয়ার হোসেন চৌধুরী ঢাকায় থাকার কারনে মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক ও মোহনা টিভির প্রতিনিধি রাসেল কবির সহ গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত সামাজিক নিরাপত্তা, নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে জনপ্রতিনিধিদের ভূমিকা, জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল ও উপজেলা কমিটির কার্যক্রম ও উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় সম্পর্কে আলোচনা করা হয়।