গোবিন্দগঞ্জ থানা পুলিশ কতৃক মাদক বিরোধী অভিযান করাকালিন ২৪/০৫/২০২৩ তারিখ ১২.১৫ ঘটিকার সময় ১৩নং কামারদহ ইউনিয়নের বকচর মৌজাস্থ রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোর এর সামনে গাড়ি চেকিং কালে ইং কুড়িগ্রাম টু ঢাকাগামী নুর স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১২-১৩৩২ কুড়িগ্রাম হইতে ঢাকা যাওয়ার পথে ঘটনাস্থলে বাসটিকে সিগনাল দিয়া থামান। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে এস.আই (নিঃ)/সঞ্জয় কুমার সাহা সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বাসের ভিতর চেকিং করাকালে বাসের বাম পার্শ্বে I-1 সিটে বসা যাত্রী বিশ্বজিৎ রায় এর দেহ তল্লাশী করিয়া তাহার দুই হাটুর ফাকে একটি স্কুল ব্যাগের মধ্যে কাপড়ের পোটলার ভিতর ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা, J-1 সিটে বসা যাত্রী মোঃ আব্দুল আজিজ @ আকিজ এর দেহ তল্লাশী করিয়া তাহার পেটের সহিত ঘিয়া রংয়ের কসটেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো পলিথিনের ভিতর হইতে ০১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা, J-2 সিটে বসা যাত্রী মোঃ আশরাফুল ইসলাম এর দেহ তল্লাশী করিয়া তাহার পেটের সহিত ঘিয়া রংয়ের কসটেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো পলিথিনের ভিতর হইতে ০১ (এক) কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজা সহ সর্বমোট ০৪ (চার) কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
গাইবান্ধা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।
Leave a Reply