রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান: পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার কালে ইং ৩১/০৭/২০২৩ তারিখ ১৩.৩০ ঘটিকার সময় রংপুর টু ঢাকা গামী এসআর পরিবহনের যাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৬৩৬৪ রংপুর হইতে ঢাকা যাওয়ার পথে বাসের ভিতর চেকিং করাকালে বাসের বাম পার্শ্বে C-5 সীটে বসা যাত্রী মোঃ ফাইজুল ইসলাম এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত কালো প্যান্টের ভিতর কোমরে বিশেষ কায়দায় রক্ষিত পলিথিনের পোটলায় ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়।
সুন্দরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার কালে ইং ৩১/০৭/২০২৩ তারিখ ২০.১৫ ঘটিকায় সুন্দরগঞ্জ থানাধীন পৌরসভাস্থ কাঁঠালতলি মোড়ে জনৈক মোমিন অটোপার্সের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মোঃ কলিম উদ্দিন (৪০), পিতা-মোঃ নছিব উদ্দিন, সাং-গোপালচরণ, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা এর দেহ তল্লাশী করিয়া পরিহিত শার্টের বাম পার্শ্বের বুক পকেট হইতে নিজ হাতে বাহির করে দেওয়া মতে DERBY সিগারেটের প্যাকেটের ভিতরে কাগজে মোড়ানো অবস্থায় ৩০ পিচ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক আটক করা হয়। গাইবান্ধা ডিবি কর্তৃক ইং ০১-০৮-২০২৩ খ্রি: তারিখ ৩.৩০ ঘটিকার সময় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন ১১ নং খোদ্দ কোমরপুর ইউপির ০৮ নং ওয়ার্ডের বড় গোপালপুর গ্রামস্থ জনৈক মো: জুয়েল এর ইউক্যালিপটাস বাগানের ভিতরে তাস দিয়ে জুয়া খেলার সময় ৪ জনকে আটক করা হয়।