রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ
অদ্য ইং ২২/০৭/২০২৩ তারিখ জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে পলাশবাড়ী থানা এলাকার জিআর W/A ভুক্ত ০৮ জন আসামীকে গ্রেফতার করা হয়।-০১। মোঃ রাজু মিয়া,পিতা-মোঃ রাজা মিয়া,সাং-গৃধারীপুর,থানা-পলাশবাড়ী,জেলা-গাইবান্ধা। ০২। মোঃ আশরাফুল,পিতা-মোঃ আঃ ছাত্তার,সাং-গৃধারীপুর,থানা-পলাশবাড়ী,জেলা-গাইবান্ধা। ০৩। পলাশ মিয়া,পিতা- বাদশা মিয়া,সাং-গৃধারীপুর,থানা-পলাশবাড়ী,জেলা-গাইবান্ধা।০৪। রাজা মিয়া,পিতা-মৃত কফিল উদ্দিন,সাং-গৃধারীপুর,থানা-পলাশবাড়ী,জেলা-গাইবান্ধা।০৫।মোঃ সুমন,পিতা-কালা করিম,সাং-গৃধারীপুর,থানা-পলাশবাড়ী,জেলা-গাইবান্ধা এবং
০৬। মোঃ খাদের আলী,পিতা-মোঃ সোবাহান,সাং-রামপুর,থানা-পলাশবাড়ী,জেলা গাইবান্ধা।
০৭। মো: ইব্রাহিম মিয়া(২৭), পিতা - হায়দার, সাং রাইগ্রাম, থানা -পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা।
০৮। মো: আনিছুর (৩৫), পিতা -মৃত সামাদ, সাং সাবদিন, থানা -পলাশবাড়ী, জেলা –গাইবান্ধা। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল করাকালে ২২/০৭/২০২৩ খ্রিঃ তারিখ ১৪.৩০ ঘটিকার সময় সুন্দরগঞ্জ থানাধীন ০৪নং বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা বাজারস্থ ধৃত আসামী মোঃ আশরাফুল ইসলাম(৩০), পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক এর বসতবাড়ীর পশ্চিম দুয়ারী শয়ন ঘরের ভিতর তাকে আটক করিয়া দেহ তল্লাশী করাকালে তাহার পরিহিত লুঙ্গির ডান কোচায় একটি সিগারেট এর প্যাকেটের ভিতরে রক্ষিত সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৪৬ (ছেচল্লিশ) পিচ কমলা রংয়ের ও ২৯ (ঊনত্রিশ) পিচ গোলাপী রংয়ের সর্বমোট ৭৫ (পঁচাত্তর) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার নির্দেশে জেলা পুলিশ গাইবান্ধা মাদক জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।