হাজ্বীঃআসাদুজ্জামান
স্টাফ রিপোর্টার গাজীপুরঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে, শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটরিনারি হাসপাতালের আয়োজনে সুলভ মূল্যে ডিম বিক্রির কর্যক্রম শুরু হয়েছে।
১২ নভেম্বর মঙ্গলবার বেলা সারে বারোটার দিকে উপজেলার শ্রীপুর বাজারে ডিম বিক্রির কর্যক্রম শুরু করা হয়।
ডিমের দাম জনসাধারণের সহনশীল অবস্থায় রাখতে প্রতিটি ডিম ১১ টাকা, এক ডজন ডিম ১৩২ টাকা করে বিক্রি করা হয়।
বর্তমান বাজার দর থেকে কম দামে ডিম ক্রয় করতে পেরে ক্রেতারাও অনেক খুশি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আশরাফ হোসেন, ভেটেনারী সার্জন
, শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি সাইফুল হক মোল্লা ও প্রাণিসম্পদ ও ভেটরিনারি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারিসহ সাধারন ক্রেতাগন।
এ বিষয়ে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন বলেন, ডিমের বাজার স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এ কার্যক্রম চলবে।