শিরোনাম :
সরাইলে সরকারি চাল জব্দ, চুরির দায়ে এক ব্যক্তির ১ মাসের কারাদণ্ড কোটচাঁদপুরে সাবেক চেয়ারম্যান নজুসহ পরিবারের ৬ জনের কারাদণ্ড ও জরিমানাঃ  কালীগঞ্জে তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি কর্তৃক চোরাচালানকৃত মালামাল উদ্ধার সহ ০২ জন গ্রেফতার। জলঢাকায় নববধূর আত্মহত্যা: সড়ক অবরোধ, সাংবাদিকের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ ধোবাউড়ায় মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ধোবাউড়ায় পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে জিআর চাল বিতরণ কক্সবাজার রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে ১ লাখ ২৪ হাজার ইয়াবাসহ যুবক আটক শারদীয় দুর্গাপূজা ঘিরে যশোরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা — চার সেক্টরে স্ট্রাইকিং টিম, ৪০ মোবাইল টিম, ১৭২ মোটরসাইকেল টিম মাঠে; সাইবার ক্রাইম টিমও থাকবে ২৪ ঘণ্টা তৎপর

গাজীপুরের শ্রীপুরে বসতঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

আলমগীর হোসেন সাগর গাজীপুর জেলা প্রতিনিধ :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

 

 

 

 

গাজীপুরের শ্রীপুরে দরজা আটকানো ঘর থেকে গৃহবধূ তাসলিমা আক্তারকে (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী আল আমীন পলাতক রয়েছে। বুধবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (চন্নাপাড়া) এলাকার রমিজ উদ্দিনের ভাড়া বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত তাসলিমা নেত্রকোনা সদর উপজেলার পাটলি গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে। তিনি ওই বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। তার স্বামী আল আমীন (৩২) কুমিল্লার বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের গফুর মিয়ার ছেলে।

কালয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এসএসপি) আজমীর হোসেন জানান, মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে তাসলিমা আক্তারের স্বামী বাড়ির মালিকের ছেলে মেহেদী হাসান রিমনকে মোবাইলে ফোন করে জানায় তার স্ত্রী ঘরে অসুস্থ হয়ে পড়েছে। তার খোঁজ নেয়ার জন্য তাকে অনুরোধ করে। মেহেদী তার মাকে বিষয়টি জানালে মা রাতেই বাহির থেকে দরজা আটকানো দরজা খুললে ঘরের খাটের ওপর লাশ দেখতে পায়। পরে তিনি পুলিশে খবর দিলে সকালে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, তাসলিমা আক্তার ও আল আমীন প্রায় ৬ বছর আগে প্রেম করে বিয়ে করেন। তাদের ঘরে ৫ বছরের একটি ছেলে রয়েছে। সে তার নানা-নানীর কাছে থাকে। মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাতে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে এক পর্যায়ে আল আমীন তাঁর স্ত্রী তাসলিমা আক্তারকে মাথায় আঘাত করে হত্যা করে। পরে বাহির থেকে দরজা আটকিয়ে পালিয়ে যায়।

নিহতের চাচাতো ভাই লাদেন মিয়া মুঠোফোনে জানান, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। গত ৪-৫ দিন আগে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। পরে নিহতের ফুফাতো ভাই রাসেল মীমাংসা করে দিয়ে আসে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবদেনে লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com