শিরোনাম :
অবশেষে নীলফামারীতেই হচ্ছে চীন সরকারের এক হাজার শয্যার হাসপাতাল দারোয়ানী টেক্সটাইল মাঠে ২৫ একর জায়গার উপর নির্মিত হচ্ছে এই হাসপাতাল রাঙ্গাবালীতে লাইসেন্সবিহীন ৩৮ টির বেশি করাতকল( স্ব-মিল)বন বিভাগ নিরব ভুমিকায়। ট্রেনের টিকিটসহ ৩ জন কালোবাজারী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪/কেজি গাঁজা উদ্ধার। নীলফামারী – ২ আসনে বিএনপি’র প্রার্থী সাইফুল্লাহ রুবেল ঢাকা-১৪, ১৫ ও ১৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীদের প্রতি এলাকাবাসীর শুভেচ্ছা ও সংবর্ধনা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান চুয়াডাঙ্গা-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন গলাচিপা-দশমিনায় হাসান মামুন এর নাম প্রার্থী তালিকায় না থাকায় ক্ষোভের ঝড় চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওবাসীর ভালোবাসায় ধানের শীষ প্রতীক পেলেন আজহারুল ইসলাম মান্নান

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলের সঙ্গে লরির সংঘর্ষ, নির্মাণ শ্রমিকসহ নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলের সঙ্গে ইটবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দিকে শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার লতিফপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিকের নাম এনামুল হক সরকার (৪৫)। তিনি শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। তাৎক্ষণিকভাবে নিহত অপর শ্রমিক ও আহত দুজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানায়, এনামুল হক সরকারসহ তাঁর আরও তিনজন জোগালির কাজ শেষে আজ সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক মহাসড়কের লতিফপুর এলাকায় বাড়ির কাছাকাছি পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি লরির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি প্রায় ১৫ গজ দূরে ছিটকে পড়লে এনামুল হক ঘটনাস্থলে মারা যান। গুরুতর অবস্থায় উদ্ধার করে বাকি তিনজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।

নিহত নির্মাণ শ্রমিকের ভাই শহিদুল্লাহ বলেন, ‘কাপাসিয়া এলাকায় কাজ শেষে ভাইসহ চারজন গাদাগাদি করে একটি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। লতিফপুর আসার পরপরই দুর্ঘটনায় ঘটনাস্থলে ভাইয়ের মৃত্যু হয়েছে। বাকি একজন হাসপাতালে মারা গেছে। তাদের তিনজনের পরিচয় আমরা জানি না। তারা সবাই ভাইয়ের সঙ্গে যোগালি কাজ করতেন।’

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়রাজ একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে তিনজনকে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগে একজনের মৃত্যু হয়েছে। একজন যুবক তাকে নিয়ে আসছে সেও তার নামপরিচয় জানাতে পারেনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মারা গেছে। এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com