সিনিয়র স্টাফ রিপোর্টার অসীম সরকার
গাজীপুরের কাশিমপুরে বৈষম্যের বিরোধী হত্যা মামলা ও সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত দুইজন কে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ রবিবার ১৭ই আগস্ট গভীর রাতে মহানগরের কাশিমপুরের এক নং ওয়ার্ডের মাধবপুর মোল্লা চত্বর এলাকায় আঞ্চলিক সড়কের পাশে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় পুলিশ এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের গাসিক ১ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন ফরিদ এবং একই ওয়ার্ডের ছাত্রলীগের সক্রিয় সদস্য তৌহিদুল ইসলাম তুহিনকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় দুইজনেই গাজীপুর মহানগরের কাশিমপুর মাধবপুর এলাকার বাসিন্দা এবং তারা স্থানীয় জহির উদ্দিন এর ছেলে এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে গতকাল রাতে বিশেষ অভিযানে তাদের দুজনকে আটক করা হয়েছে আজ সোমবার আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক প্রভাব খাটানোর উদ্দেশ্যে বিভিন্ন অপকর্মে তারা লিপ্ত ছিল এলাকায় তাদের গ্রেপ্তারের কারণে স্বস্তি ফিরে আসে এদিকে পুলিশ বলছে বৈষম্য বিরোধী হত্যা মামলা ও সন্ত্রাসবিরোধী আইনের অধীনে তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে তদন্ত শেষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে