সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।
গাজীপুরে সংবাদ প্রকাশের জেরে সম্পাদকসহ গাজীপুরের কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের হওয়ায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। গাজীপুর ও ঢাকার সাংবাদিকরা এই মামলার নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
জানা গেছে, কৃষকলীগ নেতা মাজহারুল ইসলাম রুবেল-এর বিরুদ্ধে পারিবারিক ঝামেলায় হস্তক্ষেপের অভিযোগ ভুক্তভোগীর বক্তব্য
নিয়ে সংবাদ প্রকাশের পর সিএনএনবাংলা টিভি-এর সম্পাদক ও প্রকাশক শাহীন আল মামুন, রিপোর্টার সামসুদ্দিন জুয়েল এবং সাপ্তাহিক জাগ্রত জনতা-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. গোলাম কিবরিয়া, বার্তা সম্পাদক মো. নুরুজ্জামান শেখ-সহ কয়েকজনের নামে গাজীপুর আদালতে মামলা হয়।
সাংবাদিকরা বলছেন, ভুক্তভোগীর বক্তব্য প্রচার করায় সাংবাদিকের নামে মামলা হওয়া স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম সরকার এই মিথ্যা ও হয়রানি মুলুক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন
বলেন, সংবাদ প্রকাশে রুষ্ট হয়ে এমন মামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী,অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
গাজীপুরের সাংবাদিকরা সম্মিলিতভাবে মামলাটি প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতেও যেন কোনো সংবাদকর্মী এমন হয়রানির শিকার না হন, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, মামলা প্রত্যাহার না হলে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।