জুয়েল হোসেন, স্টাফ রিপোর্টার:গাজীপুর মহানগরের কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এতে সুমাইয়া মার্কেটসহ রুস্তম আলী নামের এক ব্যক্তির ঝুট গুদাম পুড়ে ছাই হয়ে যায়।শনিবার (৩ মে) বেলা পৌনে ১২ টার দিকে আগুনের সূত্রপাত হয়।আগুন নেভাতে ভোগড়া ফায়ার সার্ভিসের ২ টি,কোনবাড়ী মডেল ফায়ার সার্ভিসের ২টিসহ মোট ৬টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের প্রায় ২ ঘন্টা কাজ করার পর ২.০৫ ঘটিকায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান,১১.৫০ ঘটিকার দিকে খবর পেলে আমাদের ফায়ার সার্ভিসের টিম ১২.০৫ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছে। মাত্র ১৫ মিনিটে সেখানে উপস্থিত হয়ে চারদিকে ঘিরে ফেলে আগুন নেভানোর প্রচেষ্টা অব্যাহত রাখে।তারা আসার আগেই আগুন দাউ করে প্রবল আকারে জ্বলছিলো। তিনি জানান প্রথমে রুস্তম আলীর ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত্র হয়ে চারপাশের বসতবাড়িতে আগুন ছড়িয়েছে।এসময় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে। ক্ষতিগ্রস্থ সুমাইয়া এন্টারপ্রাইজের মালিক মোঃ রুস্তম আলী জানান সকাল ১১.১০ ঘটিকায় জাহাঙ্গীর আলমের তুলার ফ্যাক্টরিতে পানির ব্যবস্থা না থাকায় তুলার ফ্যাক্টরিতে আগুন লাগে।পরে আগুন ছড়িয়ে পড়লে সুমাইয়া মার্কেট ও সুমাইয়া এন্টারপ্রাইজে লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় ।এতে প্রায় ২কোটি ৫০ লক্ষ (আড়াই কোটি) টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তিনি দাবি করেন। রুস্তম আলী জানান তুলা ফ্যাক্টরীর মালিক জাহাঙ্গীর আলমকে আমি বার বার জানিয়েছি; আপনি তুলার ফ্যাক্টরি চালাচ্ছেন।যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। স্থায়ীভাবে পানির ব্যবস্থা রাখেন।কিন্তু আমার কথায় কর্ণপাত করেননি তিনি।তার অসচেতনতা এবং গাফিলতির কারণে মূলত আজকের এই আগুনের সূত্রপাত হয় এবং আমার গুদামের সব কিছু পুড়ে শেষ হয়ে গেলো।এসময় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচার ও ক্ষতি পূরণের দাবি জানান।
Leave a Reply