নিজস্ব প্রতিনিধিঃ- গাজীপুরে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র স্থানীয় ছাত্রলীগ নেতা মনির হোসেন (২৪)কে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। আহত মনির ও তার পরিবারের লোকজনের অভিযোগ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান তুলা আগের দিনই মনিরকে একটি বিয়ের অনুষ্ঠানে দেখা হওয়ার পর দেখে নেয়ার হুমকি দিয়েছিলেন। মনির হোসেন কাশিমপুর নয়াপাড়া এলাকার মো. আমজাদ হোসেনের ছেলে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।
গাজীপুর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি ও ছাত্রলীগ নেতা আহত মনির হোসেন জানায়, গত শনিবার মনিরকে কাশিমপুর নয়াপাড়া এলাকায় হঠাৎ করেই স্থানীয় সোহেল, রাজু, আরিফসহ কয়েকজনে রামদা-চাপাতি দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।
তার বাবা আমজাদ হোসেন জানান, ওয়ার্ড কাউন্সিলরকে তিনি সম্মান করেন। কাউন্সিলরের সঙ্গে তার নিজের কিংবা ছেলে মনিরের কোনো ধরনের বিরোধ নেই। তবুও কেন এই ধরনের ঘটনা ঘটেছে, এতে তারা হতবাক।
স্বজনরা এ ঘটনার বিচার দাবি করেছেন।
অভিযুক্ত সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান তুলা হামলার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, ওই ছেলের সঙ্গে আমার কোনো বিরোধ নেই, সমবয়সীও নয়। মারধরের ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। কারও নাম স্পষ্ট না করে তিনি বারবার বলেন, অন্য কোনো একটি মহলের ইঙ্গিতে তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হচ্ছে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা গতকাল দুপুরে জানান, থানায় এ বিষয়ে এখনো কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply