শিরিন সুলতানা পিংকি স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুর মহানগর আওতাধীন নবগঠিত বাসন মেট্রো থানা মহিলা দলের উদ্যোগে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় মহিলা দলের নেত্রীবৃন্দ বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দলকে আরও শক্তিশালী করার নানা দিক নিয়ে আলোচনা করেন।
নবগঠিত মহিলা দলের নেতৃবৃন্দ বলেন, সংগঠনকে সুসংহত করে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে বাসন মেট্রো থানা মহিলা দল। তারা আরও জানান, নারী কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে দলকে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে আরও শক্তিশালী করা হবে।
সভাপতি তানভীর সিরাজ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দেন এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান। তিনি বলেন, “গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি পর্যায়ে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলা দলের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন তবে দল আরও শক্তিশালী হবে।”
সৌজন্য সাক্ষাৎ শেষে নবগঠিত মহিলা দলের পক্ষ থেকে বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Leave a Reply