গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রতিটি ওয়ার্ড জুড়ে মশক নিধন পরিচ্ছন্নতা কার্যক্রম ও চিরুনি অভিযান উদ্বোধন করা হয়েছে। শনিবার টঙ্গী বাজার এলাকায় সকাল ১১টায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন ও র্যালি করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ এড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। র্যালিটি টঙ্গী বাজার থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে গাজীপুর সিটি কর্পোরেশন কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও আমিনুল ইসলাম, টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেন, গাছা অঞ্চলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জহিরুল ইসলাম, গাজীপুর সিটি কপোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ নাসির উদ্দিন মোল্লা, ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মো: গিয়াস উদ্দিন সরকার, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল হোসেন, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলী, ৫১নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন প্রমুখ।
এ সময় মেয়র বলেন, আজ থেকে মশক নিধনে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম চলবে। জনগণকে মশার হাত থেকে রক্ষা করতে গাজীপুর সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। আমাদের এই ৫৭টি ওয়ার্ডে কোন ভাবেই যেন ডেঙ্গু মশা জন্মতে না পারে সেই জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। সকলের উচিত নির্মাণাধীন বাড়িসহ আপনাদের বাসার আশপাশের ময়লা আবর্জনা জমে থাকা পানি, টপের পানি পরিষ্কার রাখা। তিনদিনে একদিন জমা পানি ফেলে দিন।
Leave a Reply