চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা হবে গৃহহীন ও ভূমিহীন মুক্ত। গোমস্তাপুর উপজেলায় ১ম, ২য় ও ৩য় পর্যায়ে ৬৫৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। আগামী (২২ মার্চ) ভিডিও কনফারেন্সে এই উপজেলায় ৭৫ টি ঘর উদ্বোধন হতে যাচ্ছে। এর মাধ্যমে সরকারের ঘোষণা অনুযায়ী দেশব্যাপী ভিডিও কনফারেন্সে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতায় গোমস্তাপুর উপজেলায় এ পর্যন্ত ১ম,২য়,ও ৩য়,পর্যায়ে সর্বমোট ৬৫৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) আসমা খাতুন, তিনি আরো বলেন ৪র্থ পর্যায়ে ৭৫ টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী (২২ মার্চ) মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর ৭৫ টি পরিবারকে ঘর হস্তান্তর করা হবে। অর্থাৎ হালনাগাদ নিরূপিত তালিকা অনুযায়ী মোট ৭৩৩ টি পরিবার পুনর্বাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে গোমস্তাপুর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হতে যাচ্ছে। মহতী এই কাজের সাথে সরাসরি সম্পৃক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Leave a Reply