নিজস্ব প্রতিবেদকঃ
ভূটার বীজ বিক্রয়ে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ রাজশাহীর গোদাগাড়ীর খ্যাতনামা পরিবেশক আবুল কাসেম এ বছরও কোম্পানির সর্বোচ্চ বিক্রেতা হিসেবে ১ম পুরস্কার অর্জন করেছেন। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন হোন্ডা কোম্পানির ১২৫ সিসির একটি মোটরবাইক।
ফজলুসীডের পরিবেশক হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন আবুল কাসেম। চলতি মৌসুমে তিনি জনপ্রিয় ফাইজা ৫৫৫ ভূটার বীজ বিক্রয়ে সারা দেশে শীর্ষ স্থান অর্জন করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি পরপর দুইবার একই পুরস্কারের গৌরব অর্জন করলেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানটি সম্প্রতি অনুষ্ঠিত হয় কক্সবাজারের ডিভাইন ইকো রিসোর্টের মনোরম পরিবেশে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান হাজী ফজলুল হক, যিনি নিজ হাতে বিজয়ীর কাছে মোটরবাইকের চাবি হস্তান্তর করেন। এ সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশক প্রতিনিধি ও দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর কোম্পানিটি কৃষকদের জন্য নিয়ে এসেছে নতুন ব্রিজের আকর্ষণীয় ইলিশা ৫৫৫ হাইব্রিড ভূটার বীজ, যা বরেন্দ্র অঞ্চলের কৃষকদের কাছে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আবুল কাসেম বলেন ধারাবাহিক সাফল্য শুধু গোদাগাড়ীর নয়, বরং সমগ্র রাজশাহীর কৃষি ব্যবসায়ী সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
পুরস্কার গ্রহণ শেষে আবুল কাসেম বলেন, এই সাফল্য শুধু আমার নয়, আমার গ্রাহক ও কৃষক ভাইদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। আমি ভবিষ্যতেও মানসম্মত বীজ সরবরাহ ও কৃষকের আস্থা ধরে রাখতে কাজ করে যাব।
কোম্পানি কর্তৃপক্ষ জানায়, ফাইজা ৫৫৫ ভূটার বীজ দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। উন্নত ফলন ও মানের কারণে এর চাহিদা প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে।
Leave a Reply