আজ গোবিন্দগঞ্জে সোনাভান (৬০) নামের বৃদ্ধা অবৈধভাবে বালু উত্তোলনের খাদ পরে মৃত্যু হয়েছে। আনুমানিক ৮টায় গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তর ছয়ঘড়িয়া খেয়া ঘাটের পশ্চিম পাশে এ ঘটনাটি ঘটে। নিহত সোনাভান ঐ ইউনিয়নের মথুরাপুর হঠাৎ পাড়া গ্রামের মৃত নোইরা শেখের স্ত্রী। বৃদ্ধার ছেলে গোলাম রসুল জানান, সকালে তার মা সোনাভান মথুরাপুরের নিজ বাড়ী হতে পাশের গ্রাম জামালপুরে মেয়ের বাড়ির উদ্দেশ্যে করতোয়া নদীর পাড় ধরে রওনা দেন। স্থানীয়রা জানান শুষ্ক মৌসুমে নদী শুষ্ক থাকায় খেয়া ঘাটে নৌকা চলাচল বন্ধ রয়েছে। এরফলে সোনাভান শুষ্ক নদীর পাড় ধরে পায়ে হেঁটে মেয়ের বাড়ীতে যাওয়ার চেষ্টা কালে বালু তোলা গর্তে ধ্বসে পড়লে পানিতে ডুবে যায়। এতে তার নাকে মুখে বালু ও পানি প্রবেশ করার ফলে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে। তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের অভিযোগ,স্থানীয় কয়েকজন বালুদস্যু অবৈধভাবে নদী থেকে শ্যালো মেশিন দিয়ে বালু তুলে বিক্রি করে নদীতে কয়েকটি গভীর খাদের সৃষ্টি করেছে। এ খাদে পড়েই প্রাণ হারাল বৃদ্ধা সোনাভান।
Leave a Reply