আমিনুল ইসলাম:সিনিয়র স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জামালপুর গ্রামের এক মাত্র শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার১৬মে (২০২৫) দিবাগত রাতের কালবৈশাখী ঝড়ে প্রতিষ্ঠানের দুইটি ঘর দুমরে মুচড়ে গেছে।এবং ছাত্র ছাত্রীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। জামালপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০০৭সালে প্রতিষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মুসলিম জাহান সহ সহকারী শিক্ষক গন বলেন। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে বিনা বেতনে পাঠদান করে। আসছি কিন্তু শুক্রবার রাতে, কালবৈশাখী ঝড়ে আমাদের স্কুলের দুইটা ঘর সহ টিন, দরজা, জানালা ,ফ্যান, টেবিল, চেয়ার, বেঞ্চ ,বিদ্যুতের মিটার সহ ,সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে,এতে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শিক্ষা দানে ব্যাহত হবে ,আমরা নিরুপায় এতদিন ধরে বিনা বেতনে পাঠদান করে আসছি, আর্থিক অসুবিধার কারণে।এখন আমাদের পক্ষে স্কুল ঘর পুনঃ নির্মাণ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে তাই সরকারের প্রতি বিনীত আকুল আবেদন,যেসব শিক্ষা প্রতিষ্ঠান বেশ কয়েক বছর ধরে অবহেলিত ও বিনা বেতন পাঠদান করে। আসছে,তাদের বেতন-ভাতা চালু করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আমাদের পরিবার পরিজন নিয়ে একটু ভালো থাকার জন্য সরকারের সু দৃষ্টি আকর্ষণ করছি,আমাদের স্কুল গুলো কে জাতীয়করণের জোর দাবি জানাচ্ছি। সেই সাথে এখন স্কুলের ঘর গুলো নির্মাণের জন্য আর্থিক সাহায্য প্রয়োজন। প্রতিষ্ঠানের সভাপতি সাজ্জাদ হোসেন আরো বলেন স্কুলের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা, পুনঃ নির্মাণ করার মতো শিক্ষকদের কাছে সে রকম অর্থ নেই।আমাদের স্কুলের শিক্ষকেরা খুব অসহায় হয়ে পড়েছে।তাই সরকারের কাছে একটায় দাবি স্কুল গুলো কে সরকারি করণ করা হোক।
Leave a Reply