নিহত পরিবারে দাবী পরিকল্পিত হত্যাকাণ্ড
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে টুকইর (যৎনাথা) গ্রামের ডুবাই প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগমের (৩৫) ঘর থেকে লাশটি উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় সাফিয়াকে আটক করেছে থানা পুলিশ।
নিহত পরিবারে দাবী পরিকল্পিত হত্যাকাণ্ড নিহতের ছোট ভাই বাদি হয়ে সাফিয়া বেগমসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন। টুকরই গ্রামের মৃত রহমত আলীর ছেলে নিহত মইনুল ইসলাম (৩৫)।
নিহত যুবকের পরিবার ও স্বজনদের অভিযোগ, রাতে সাফিয়া বেগমে ফোনের মাধ্যমে খবর দিয়ে মইনুল ইসলামকে তাদের বাড়ি নিয়ে যায়। এরপর পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে খুন করা হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, আমরা খবর পেয়ে রাত্রেই ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করি,প্রবাসীর স্ত্রী সাফিয়া বেগম কে আটক করে থানায় নিয়ে আসি। তিনি আরো বলেন, তদন্তে বেরিয়ে আসবে আরও কেই জরিত আছে কি না তদন্তের স্বার্থে আর কিছু বলা যাবে না।
ওসি পরিমল জানান, নিহত মইনুলের ঘাড়ে, পিঠে, হাতে ও আঙ্গুলে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এদিকে মাইনুলের পরিবারে চলছে শোকের মাতম পড়েছে কান্নার রোল। তার ময়নাতদন্ত শেষে বাদ আছর জানাজার নামাজ পড়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
Leave a Reply