
মোঃ বাবুল ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ড ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বের কঠোর নীতি গৌরীপুর উপজেলার বিএনপিতে শৃঙ্খলা ভঙ্গ, দলীয় আদর্শবিরোধী কর্মকাণ্ড এবং সহিংসতায় জড়িত থাকার অভিযোগে পাঁচ নেতাকে সকল পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (তারিখ) কেন্দ্রীয় দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গৌরীপুরে কয়েকজন নেতা দলের কার্যক্রম ব্যাহত করার পাশাপাশি হাঙ্গামা, সহিংসতা ও রক্তপাতমূলক ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন। অভিযোগের ভিত্তিতে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়কসহ কয়েকজন নেতাকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে—বিএনপি একটি শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল। দলের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপ, সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনভাবেই গ্রহণযোগ্য নয়। দলের ঐক্য, শৃঙ্খলা ও মর্যাদা রক্ষার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবেন নেতাকর্মীদের প্রতিক্রিয়া:গৌরীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান—আমরা সবাই দলের সুনাম ও ঐক্যের জন্য কাজ করি। শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে এই সিদ্ধান্তকে আমরা সম্পূর্ণ সমর্থন করি। আমাদের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে দলের কাজ চালিয়ে যাবে এবং জনগণের পাশে থেকে দলের ভাবমূর্তি রক্ষা করবে। বিশ্লেষকরা মনে করছেন, এই বহিষ্কার সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি গৌরীপুর উপজেলায় অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার একটি শক্ত বার্তা দিয়েছে— কোনো নেতার পদ বা ব্যক্তিগত প্রভাব দলীয় নীতির ঊর্ধ্বে নয় এবং সহিংস বা বিশৃঙ্খলাপূর্ণ কর্মকাণ্ডের কোনো স্থান নেই।
Leave a Reply