খন্দকার জলিল - স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্প্রসারিত হলরুমে এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফোরকান মোল্লা। প্রশিক্ষক হিসেবে গ্রাম আদালত সক্রিয়করন বিষয়ে দিকনির্দেশনা মূলক ব্রিফিং দেন উপজেলা সমন্বয়কারী ইয়াসমিন। প্রশিক্ষনে গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের সদস্যগন অংশগ্রহন করেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রাম আদালত প্রকল্পের তৃতীয় পর্যায়ে এ প্রশিক্ষন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। প্রশিক্ষনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও দক্ষতা ও গতিশীলতার সাথে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে। আজ রবিবার (১৮মে) প্রশিক্ষন কর্মশালা শেষ হয়।