আলোচিত- সমালোচনা এবং সকলের পরিচিত তিনি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের দফাদার (গ্রাম পুলিশ ) ছৈয়দ আলম। ঘুমধুম ইউনিয়নের ৯নং ওয়ার্ড বরইতলী মৃত দলিলুর রহমানের ছেলে ছৈয়দ আলম ইউনিয়নের প্রভাবশালী একজন ইয়াবা ডন। সে দীর্ঘদিন ইউনিয়নের দফাদারির দায়িত্বকে অপব্যবহার করে প্রশাসনে চোখ ফাঁকি দিয়ে আইনের পোশাক পড়ে ইয়াবা ব্যবসা করে আসছিল।২০২০ সালে ৩ডিসেম্বর ৪হাজার ইয়াবা নিয়ে উখিয়া থানার পুলিশের হাতে আটক হয় সে।(যার উখিয়া থানা মামলা নং ৬/৬১৭)। উক্ত মামলায় দীর্ঘদিন জেলা খেটে জামিন এসে পূর্বের মত ইয়াবা ব্যবসা শুরু করে সে। অবৈধ ব্যবসা করে কোটিপতির কাতারে এখন ইয়াবা সম্রাট ছৈয়দ আলম।
চলতি বছরে ছৈয়দ আলমের বিরুদ্ধে ৮মে উখিয়া থানায় ১লক্ষ ইয়াবা ট্যাবলেট মামলা হয়। (যার উখিয়া থানা মামলা নং ২৬/৬০৩)। কয়েকদিন পার হতে না হতে ১৪মে২০২২ নাইক্ষ্যংছড়ি থানায় আরো একটি ৮৩,৬৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট মামলা হয়। যার নাইক্ষ্যংছড়ি থানা মামলা নং ০৭/৫৫)। উক্ত মামলা গুলোর চার্জশীট থেকে নাম বাদদিতে লাখলাখটাকার মিশনে নেমেছে বলে মিডিয়ায় আসে।
উখিয়া থানার ২৬/৬০৩ নং ইয়াবা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুহাঃ মনিরুল ইসলাম কাছে ফোনে জানতে চাইলে বলেন, ছৈয়দ আলম বিরুদ্ধে উখিয়া থানায় আরো ইয়াবা মামলা রয়েছে সে ইয়াবা ব্যবসায়ী। ইদানিং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি নতুন ইয়াবা মামলার হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
তার বিরুদ্ধে তিন থেকে চারটি ইয়াবা মামলা সহ বেশ কয়েক মামলা রয়েছে বলে থানার সূত্রে জানা যায়।
Leave a Reply