
মোঃ মিজানুর সরকার (টাঙ্গাইল প্রতিনিধি)
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’ এর আওতায় নির্বাচিত ৯৬ জন সুবিধাভোগীর মাঝে ছাগল ও তাদের সুরক্ষার জন্য টিন ও সিমেন্টের খুটি বিতরণ করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঘাটাইল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. মো. বাহাউদ্দীন সরোয়ার রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাঈদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন (ভিএস) জাফরুল হাসান রিপন, ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উপজেলা শাখার সভাপতি মহানন্দ বর্মণ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়, সহ সাধারণ সম্পাদক বিক্রম আদিত্য, সদস্য অমূল্য বর্মণ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন সংস্থা উপজেলা শাখার সভাপতি পরিমল বর্মণ প্রমুখ।
এ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর আয়বর্ধন ও পুষ্টি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি তাদের জীবনমানের টেকসই উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে সহায়তা প্রদান করা হচ্ছে।
Leave a Reply