২৬/৭/২০২১ (সোমবার) রাঁত থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছিল এখনো পর্যন্ত তা অব্যাহত রয়েছে, যার ফলে দেশের নিম্নাঞ্চলগুলো সহজেই প্লাবিত হচ্ছে। এদিকে পার্বত্য চট্রগ্রামের বান্দরবান জেলা নাইক্ষ্যংছড়ি উপজেলর ঘুমধুম ইউনিয়নের অসংখ্য গ্রাম স্বরণকালের ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়ে প্লাবিত হয়েছে যা এ যাবৎ কালে সর্বোচ্চ। প্লাবিত গ্রামগুলো হলো উত্তর ঘুমধুম কচুবনিয়া, তুমব্রুস্থ পশ্চিমকূল, মধ্যমপাড়া, কোনাপাড়া এবং তুমব্রু বাজার। অতি ভারী বর্ষণের ফলে পানি বন্দি রয়েছে আনুমানিক ২০০ পরিবার। পানি বন্দির ফলে এসব পরিবারগুলোর মধ্যে খাবার এবং বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। পানি বেড়ে যাওয়ার ফলে মাটির তৈরি ঘরগুলো ধ্বসে পড়ার সম্ভবনা রয়েছে। ইতোমধ্যে সংবাদটি লেখা পর্যন্ত প্রায় ২০টি মাটির তৈরি বাড়ি ধ্বসে পড়ার খবর পাওয়া গিয়েছে, তবে অন্য কোন ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অন্যদিকে দোকানগুলোতে পানি ঢুকার কারণে প্রচুর আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা। পানির উর্ধ্বগতির ফলে ঘুমধুম হয়ে তুমব্রু যাওয়া আসার প্রধান সড়কটি অবরুদ্ধ রয়েছে যার ফলে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার ফলে রাস্তার কোন কোন জায়গায় ছোট ছোট খাদ দেখা দিয়েছে। এলাকার মানুষরা তারা তাদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য যানবাহনের পরিবর্তে নৌকা ব্যবহার করতেছেন। উল্লেখ্য যে স্থানীয়দের পাশাপাশি তুমব্রুস্ত নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গারাও এ প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
Leave a Reply