দিনাজপুরের ঘোড়াঘাটে ১শ’ ৩৫ বোতল ফেন্সিডিলসহ সীমান্তবর্তী উপজেলা হিলির কথিত নারী সাংবাদিক শাপলা আক্তার (সাংবাদিক সৃষ্টি চৌধুরী) ও তার স্বামীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভিমপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে মুন্না বিহারী (৪২) ও তার স্ত্রী কথিত সাংবাদিক শাপলা আক্তার (বৃষ্টি চৌধুরী) (৩৫)। বর্তমানে তারা হাকিমপুর (হিলি) উপজেলার দক্ষিণ বাসুদেবপুর মহল্লায় বসবাস করেন।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাশ্ববর্তী উপজেলা হিলি থেকে মাদক পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অফিসার ফোর্সসহ বলাহার বাজারে ওঁৎপেতে থাকি। এসময় হিলি থেকে মোটরসাইকেল যোগে বগুড়া যাবার পথে বলাহার বাজারে গাড়িটিকে থামবার সংকেত দিলে তারা না থেমে পালানোর চেষ্টা কালে তাদেরকে পিছনে ধাওয়া করে আটক করা হয়। পরে তাদেরকে তল্লাশি পৃর্বক ব্যাগে মোড়ানো ১শ’ ৩৫ বোতল ফেন্সিডিল এবং মটরসাইকেলটি জব্দ করা হয়।
ওসি আরো জানান, আটককৃত শাপলা ও মুন্নার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
বার্তা প্রেরক,
মো:জাকারিয়া হোসেন
দিনাজপুর প্রতিনিধি।
Leave a Reply