আজ ১২ মার্চ ২০২১ ,শুক্রবার দুপুরে আনোয়ারা সদরের প্রাণকেন্দ্র কলেজ রোড, গণি শপিং সেন্টারের দো’তলায় বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে অভিজাত রেস্টুরেন্ট ‘হাঁড়িয়ালী’ ৷ আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৪নং বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন— আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক , উপজেলা আওয়ামীলীগের এডহক কমিটির সদস্য ও ৭নং আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু অসীম কুমার দেব , উপজেলা আওয়ামীলীগের এডহক কমিটির সদস্য নজরুল ইসলাম বকুল, আনোয়ারা উপজেলা যুবলীগ এর যুগ্ম আহবায়ক বাবু অনুপম চক্রবর্তী , সাবেক ছাত্র নেতা ও আনোয়ারা থানা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এম. নজরুল ইসলাম, আনোয়ারা সদর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি উৎপল সেন , সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, যুবলীগ নেতা খোরশেদ , নাছির, শামীম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন,পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে উন্নতমানের খাবার পরিবেশন করা হলে, আমি সকলকে হাঁড়িয়ালী’তে আসার বিষয়ে উৎসাহিত করবো।
উদ্যোক্তাদের অন্যতম রহিম উদ্দীন বলেন, এই প্রথম আনোয়ারা সদরে দেশি বিদেশীদের জন্য উন্নতমানের পরিবেশ ও খাবারের সমন্বয়ে এই রেস্টুরেন্টটি চালু করা হলো।
আমরা খাবারের মান ও পুষ্টিগুনের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি৷ রুপচাঁদা ও ডেইলি স্টার আয়োজিত সুপার শেফ প্রতিযোগীতা বিজয়ী রিপনা ম্যাডামের সরাসরি তত্বাবধানে চাইনিজ, থাই, ইন্ডিয়ান ও বাংলা খাবার পাওয়া যাবে আমাদের এই রেস্টুরেন্টে৷
এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে মেম্বারশিপ কার্ড, লাকী কুপণ, চেক ইন ও রিভিউর উপর আকর্ষণীয় ডিসকাউন্ট৷
Leave a Reply