৯নং ওয়ার্ড আকবরশাহ হাউজিং সোসাইটিতে মোঃওসমান খাঁন এর ক্রয়কৃত প্লটে সেমিপাকা গৃহে ভাড়াটিয়া দেয়া আছে।দীর্ঘ ১০ বছর ধরে ক্রয় সূত্রে মোঃ ওসমান ভোগ দখল করে অনাবাদি জমিকে বসত যোগ্য করে তোলেন।কিনতু হঠাৎ করে গত ১পহেলা জুলাই আনুমানিক সকাল ১০ ঘটিকায় মোজাম্মেল, মুতাহের,সাইফুল ইসলাম খনদকার সমাজ কল্যান পরিষদ কার্যালয়ে মোঃ ওসমান খাঁনে এর কেয়ারটেকার কে অফিসে বসিয়ে মোঃ ওসমান কে কল করে ডেকে আনে তাকে আটক করে ৫০লাখ টাকা দাবি করেন এবং তাকে মারধর করেন বলে জানান মোঃওসমান ।মোঃ ওসমানের সত্রী জানান তিনি খবর পেয়ে ৯৯৯ কল করে প্রসাশনে সহায়তা তাকে উদ্ধার করেন। সমাজ কল্যান পরিষদের মুজাম্মেল, মুতাহের,সাইফুল ইসলাম খনদকার সোসাইটির অন্যদের সাথে জোরজবরদস্তির করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে হাউসিং সোসাইটির স্থায়ী বাসিন্দাদের সাথে।
সমাজ কল্যাণ পরিষদের মোজাম্মেল ,মোতাহের ও সাইফুল ইসলাম খন্দকার এর অন্যায় জুলুম ও জোরজবস্তি থেকে পরিত্রান পাওয়ার জন্য মোঃ ওসমান খান স্থানীয় জনপ্রতিনিধি ,প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রী সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply