ককসবাজার ইদগাহ উপজেলার মধ্যম পোকখালীর কৃতিসন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মুফতি হুমায়ুন কবিরের ডক্টরেট ডিগ্রি অর্জন:
জামিয়া এমদাদিয়া পোকখালী ও জামিয়া ইসলামিয়া পটিয়ার কৃতিছাত্র মুফতি হুমায়ুন কবির গত১৬ সেপ্টেম্বর২১ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৩৪ তম সিন্ডিকেটে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণার বিষয় বস্তু হলো, ”ইসলামি শরীয়ার আলোকে আধুনিক লেনদেন”। ইতিপূর্বে তিনি ২০১৪খ্রি. একই বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি ব্যাংকিয়ের উপর এমফিল ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি মধ্যম পোকখালীর মৌলভী শফিউল ইসলাম ও মর্জিয়া বেগমের দ্বিতীয়পুত্র। তার ১৪ টি অনুবাদ ও বই প্রকাশিত। তিনি তার ভবিষ্যত গবেষণামূলক কাজে চালিয়ে যাওয়ার জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।
Leave a Reply