পাবনা চাটমোহর প্রতিনিধি
চলনবিল বাংলাদেশের বৃহত্তম বিল, যা নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত। বর্ষাকালে এই বিল হয়ে ওঠে এক বিশাল জলরাশি। আষাঢ় মাসে শুরু হওয়া পানির ঢল শ্রাবণ মাসে গিয়ে পূর্ণতা পায়।
আষাঢ় মাসের শুরুতেই দেশের উত্তরাঞ্চলে প্রচুর বৃষ্টি হয় এবং যমুনা, আত্রাই, বারালসহ আশেপাশের নদ-নালা উপচে পানি চলনবিলে প্রবেশ করে। এই সময় কৃষিজমি, গ্রামীণ পথ, মাঠ-ঘাট ধীরে ধীরে প্লাবিত হতে থাকে।
শ্রাবণ মাসে এসে বর্ষা তার চূড়ান্ত রূপ নেয়। টানা বৃষ্টি এবং উজানের ঢল নামার ফলে চলনবিলের পানি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায়। বিলের বিস্তীর্ণ অঞ্চল নৌপথে চলাচলের উপযোগী হয় এবং গ্রামগুলো যেন দ্বীপে পরিণত হয়।
আমন ধানের বীজতলা অনেক জায়গায় পানির নিচে চলে যায়।
যাতায়াত: সড়কপথ বন্ধ হয়ে নৌকা প্রধান যানবাহনে পরিণত হয়।
মাছ শিকার: পানি বৃদ্ধির ফলে দেশি প্রজাতির মাছের প্রজনন বাড়ে, ফলে জেলেদের ব্যস্ততা বাড়ে।
জীবনযাত্রা: অনেক পরিবারকে উঁচু স্থানে বা অস্থায়ী আশ্রয়ে চলে যেতে হয়।
চলনবিলের আষাঢ়-শ্রাবণ মাসের পানি প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মানুষের জীবনে আনন্দ ও চ্যালেঞ্জ—দুটোই নিয়ে আসে। পানি যেমন মাছ ও জীববৈচিত্র্যের জন্য আশীর্বাদ, তেমনি কৃষি ও বসতির জন্য কখনো কখনো কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।