প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৩, ১০:৫০ পি.এম
চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

২ আগস্ট বুধবার চলন্ত ট্রেন সেলফি তুলতে গিয়ে ছাত্রের মৃত্যু ।গতকাল মঙ্গলবার আনুমানিক সাড়ে ৪ টার দিকে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে জংশনের দিকে যাওয়ার পথে পাকশী রেলওয়ে ষ্টেশনের কাছে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম ইমজামাম (১৭)।
সে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। নিহত ইমজামাম চুয়াডাঙ্গা জেলার দামুরহূদা উপজেলার কুতুবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। জানা যায়, ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ওই শিক্ষার্থী ঈশ্বরদী রুপপুর পারোমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্য দেখতে মোবাইলে ভিডিও ধারণ করছিলো। দরজার কাছে দাঁড়িয়ে পারোমাণবিক দৃশ্য দেখতে দরজায় ঝুলে পড়লে রেলওয়ের সিগন্যালের খুঁটির পিলারে আঘাতে ছিটকে পরলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক হারুণুর জামান রুমেল জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাওয়ার পথে ঈশ্বরদী হার্ডিঞ্জ ব্রিজ পার হলে ট্রেনের দরজার কাছে ঝুলে বাইরে তাকিয়েছিলো, ঝুলন্ত অবস্থায় রেলওয়ের সিগন্যালের খুটির বারির আঘাতে ছিটকে পরে। আমরা ধারণা করছি রেলওয়ের সিগন্যালের খুঁটির বারির আঘাতে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশের প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ. All rights reserved.