
মোঃ কবির হাওলাদার সিনিয়র রিপোর্টার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা (তহশিলদার) কাজী মো. জাহিদুল ইসলামসহ তিনজনের নামে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আদালত সমন জারি করেছেন। সোমবার (০৮ ডিসেম্বর) রাঙ্গাবালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের বিচারক মো. দোলন হাসান আসামিদের বিরুদ্ধে এ সমন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীর আইনজীবী জসীম উদ্দিন। এর আগে গত বুধবার রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের ভুইয়ারহাওলা গ্রামের বাসিন্দা মো. জয়নাল গাজী বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করেন। মামলার এজাহারে তহশিলদার জাহিদুল ইসলামের সহযোগী রাব্বী মৃধা ও মানিক মোল্লাকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়।
এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁর বাবা আব্দুল মজিদ ১৯৮৭ সালের ২৪ ফেব্রুয়ারি বন্দোবস্তের মাধ্যমে ১ দশমিক ৫ একর জমি পান এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন। কিন্তু গত ২৮ নভেম্বর আসামিরা ওই জমিতে ঢুকে অন্য এক ব্যক্তির মাছের ঘেরে যাতায়াতের জন্য বেকু দিয়ে বাঁধ ও রাস্তা কেটে নির্মাণ করেন। বাদী এতে আপত্তি জানালে তাঁকে জমি থেকে উচ্ছেদ করার হুমকি দেন আসামিরা। এ ছাড়া ওই সময় বাদীর কাছে থাকা ৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর জমি সংক্রান্ত সেবার নামে ঘুষ নেওয়ার অভিযোগে তহশিলদার জাহিদুল ইসলামের বিরুদ্ধে ইউনিয়ন ভূমি অফিস ঘেরাও করে তাঁকে অবরুদ্ধ করেন একাধিক ভুক্তভোগী। পরদিন ১৫ সেপ্টেম্বর তাঁরা রাঙ্গাবালী ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। একই অভিযোগ গত ২৫ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছেও জমা দেওয়া হয়। গত ১২ অক্টোবর জাহিদুল ইসলামের ঘুষ–দুর্নীতির প্রতিবাদে স্থানীয় কৃষকেরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
Leave a Reply