শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি কর্তৃক চোরাচালানকৃত মালামাল উদ্ধার সহ ০২ জন গ্রেফতার। জলঢাকায় নববধূর আত্মহত্যা: সড়ক অবরোধ, সাংবাদিকের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ ধোবাউড়ায় মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ধোবাউড়ায় পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স ধোবাউড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে জিআর চাল বিতরণ কক্সবাজার রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে ১ লাখ ২৪ হাজার ইয়াবাসহ যুবক আটক শারদীয় দুর্গাপূজা ঘিরে যশোরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা — চার সেক্টরে স্ট্রাইকিং টিম, ৪০ মোবাইল টিম, ১৭২ মোটরসাইকেল টিম মাঠে; সাইবার ক্রাইম টিমও থাকবে ২৪ ঘণ্টা তৎপর ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি *আজমতপুর সীমান্তে যৌথ অভিযানে ০১টি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি এবং ০২টি ম্যাগাজিন আটক প্রসংগে।* ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ১৯ (ঊনিশ) জন ব্যক্তি আটক।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে অস্ত্রসহ দুই জন আটক।

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২২৬ বার পঠিত

 

 

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে একটি বাড়ি তল্লাশি করে বাসার ভিতর থেকে আমেরিকার তৈরি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ চোরাকারবারি দুই ভাইকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে,শুক্রবার (১৪ এপ্রিল) রাত ২টার দিকে অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী এলাকায় তাদেরকে অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ কয়লাবাড়ি এলাকার মোর্শেদ আলীর ছেলে মো. শহিদুল (৩০) ও তার ভাই মো. দেলোয়ার হোসেন (২৫)।

বিজিবি জানায়, শুক্রবার (১৪ এপ্রিল) রাত ২টার পর থেকে ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ও উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলমের নেতৃত্বে দুটি বিশেষ টহল দল প্রায় ২ ঘন্টা ৪৫ মিনিট ধরে অভিযান পরিচালনা করে। এসময় ৭.৬৫ মি.মি. একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দুইটি মোবাইল ফোনসহ তাদের দুই ভাইকে আটক করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া আরও জানান, আটককৃত দুই ভাই পেশাদার চোরাকারবারি। তাদের নামে এর আগের চারটি অবৈধ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান বিজিবি অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com