স্টাফ রিপোর্টার, সেলিম রেজাঃ- সিপিসি-১চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫রা জশাহী একটি অপারেশন দল অদ্য১১ মাচ ২০২২ইং তারিখ ১২:৫০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়ন মৃত ইনছান চেয়ারম্যানের আম বাগানের মধ্যে হতে কোম্পানির উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৭বোতল ফেনসিডিলসহ মোবাইল ফোন সেট ০১টি সিমকার্ড ০১টি এবং ফেনসিডিল বহনকারী একটি বাগ সহ মোঃ আব্দুস সালাম(৩০) পিতা মৃত আনিসুর রহমান মাতা মোসা:সুবজান বেগম সং-নামোচক পাড়া থানা: শিবগঞ্জ জেলা:চাঁপাইনবাবগঞ্জ কে হাতেনাতে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানি নিষিদ্ধ জাতীয় ফেনসিডিল সংগ্রহ করে বিক্রয় উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখে সাক্ষীগণ সমক্ষে স্বীকারোক্তি করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।