নিজস্ব প্রতিবেদক :
চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা মেহেরপুরের মো: জামাল হোসেন। ভুক্তভোগীদের নিকট থেকে জানা যায় মো: জামাল হোসেন মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের মো: হাফিজ উদ্দিনের ছেলে। তাদের অভিযোগ জামাল কখনো সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের এপিএস কোন সময় আওয়ামীলীগ নেতা শেখ হেলালের এপিএস পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকার উপরে হাতিয়ে নেয়। মেহেরপুর, চুয়াডাঙ্গা,ঝিনাইদহ সহ বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে জামালের বিরুদ্ধে। এরমধ্যে মো: আনোয়ার হোসেন ২৬ লাখ, মো: হানিফ মিয়া ১৫ লাখ, মো: ইকবাল মিয়া ২০ লাখ, সাইফুল ইসলাম রানা ১২ লাখ, রতন মিয়া ৮ লাখ, রনি আহমেদ ১০ লাখ, মন্টু মিয়া ১০ লাখ, আসাদ মিয়া ২০ লাখ সহ আরও অনেকে টাকা দিয়ে প্রতারিত হয়েছে বলে জানা যায়। সরকার পরিবর্তনের পরে মো: জামাল হোসেন গা ঢাকা দিয়েছে। তার নামে একাধিক মামলাও রয়েছে। ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত পাওয়া সহ মো: জামাল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।