কোন কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়াছে প্রেরনা দিয়াছে, বিজয় লক্ষ্মী নারী” এ স্লোগানকে সামনে রেখে ও করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ই মার্চ বুধবার সকাল ১০টায় চাটখিল উপজেলা সভা কক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি সুষমা সারমিন আলপনা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ,এস,এম, মোসা।
অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাহেলা পারভীন সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভুইঁয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দ জহুর আহমদ, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিএম এহসানুল হক চৌধুরী, উপজেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সুমাইয়া আক্তার, সপ্তগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান আনসারি, ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমদ সহ আরো নেতৃবৃন্দ।
বক্তারা নারীদের কাজের ক্ষেত্রে বহুমুখী প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নারীদের মানসিক স্বাস্থ্য বিষয়টি সবচেয়ে বেশি উপেক্ষিত হয়। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় মানসিকতার পরিবর্তন জরুরি। বক্তারা নারীর সমান অধিকার প্রতিষ্ঠার জন্য নারীর শ্রমের মর্যাদার পূর্ণ স্বীকৃতি প্রয়োজন বলে মনে করেন। করোনাকালীন একজন নারী পরিবারকে সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন বলেও উল্লেখ করেন। নারী নেতৃত্বের উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ভূয়সী প্রশংসা করেন বক্তারা। এসময় নারীদের অধিকার নিশ্চিতে বঙ্গবন্ধুর নানা উদ্যোগের বিষয়ে আলোচনা করেন অনেকে।
Leave a Reply