মাদক না বলি। মাদকের বিরুদ্ধে কথা বলা, টকশো করা এটা শুধু টেবিল পর্যন্তই শেষ। পারছিনা আমরা যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে। নোয়াখালী জেলার চাটখিল থানাধীন ০৩নং পরকোট ইউনিয়নে দশঘরিয়া বাজারের টেকনো ভেলী কম্পিউটার এন্ড আপন ফটোষ্ট্যাট দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে গতকাল রাতে ২০(বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী মোঃ ওয়াজেদ আলী(২৩), পিতা-নুরুন্নবী, মাতা-ফেরদাউস বেগম, সাং-দশঘরিয়া (তুলা পচার বাড়ী), ০৬নং ওয়ার্ড, ০৩নং পরকোট ইউপি, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী আটক করেন চাটখিল থানা পুলিশ। চাটখিল থানার মামলা নং-১৭, তারিখ-২০/০৪/২০২১ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর সারনীর ১০(ক)/৪১। চাটখিল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এবং আসামি কে জেলহাজতে পাঠানো হয়।
Leave a Reply