অনেক জল্পনা কল্পনা ও বাঁধা অতিক্রম করে আজ দাখিল হলো বহুল আলোচিত ও পরিচিত চিত্র নায়িকা পরিমনির মামলার চার্জশিট। বিষয়টি নিশ্চিত করেন এড. নীলাঞ্জনা রিফাত সৌরভী।
তিনি জানান, আমরা জি আর থেকে জানতে পারি চিত্র নায়িকা পরিমনির মামলার চার্জশিট দাখিল করা হয়েছে৷ তাই সাথে সাথে সার্টিফাইড কপির জন্য পরিমনির পক্ষে আইনজীবী হিসেবে তিনি নিজেই আবেদন দাখিল করেছেন।
এড. নীলাঞ্জনা রিফাত সৌরভী চিত্র নায়িকা পরিমনির পক্ষে আইনজীবী হিসেবে মামলার চার্জশিটের সার্টিফাইড কপির জন্য আবেদন দাখিলের পর কোর্টের সামনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে জনগনকে বিষয়টি জানানোর উদ্দেশ্যে বিফ্রিং করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে (মামলার চার্জশিট পরিমনির পক্ষে না বিপক্ষে) আইনজীবী হিসেবে তাঁর থেকে জানতে চাইলে তিনি জানান আমরা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য এবং মামলাটি বিচারিক আদালতের মাধ্যমে ধ্রুত নিষ্পত্তির জন্যই সার্টিফাইড কপির জন্য আবেদন দাখিল করেছি, সেটা হাতে পেলে নিশ্চিত হয়ে সেটা জনগনকে সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দিবেন বলে জানিয়েছেন তিনি৷
সাংবাদিকদের মাধ্যমে তিনি জনগনকে জানান চিত্র নায়িকা পরিমনি একেবারেই নির্দোষ, তাই মামলার চার্জশিট পরিমনির পক্ষে আসবে বলে আশাবাদী ও পরিমনিকে নির্দোষ হিসাবে আদালতে ন্যায় বিচার পাবে বলেও জনগনকে আশ্বাস দিয়েছেন তিনি।
বিফ্রিংয়ে এড. নিলাঞ্জনা রিফাত সৌরভী ও চিত্র নায়িকা পরিমনির পক্ষের অনেক আইনজীবী সহ দূর্নীতি দমন নাগরিক আন্দোলন কমিটির নির্বাহী পরিচালক সৈয়দ এনামূল হক নিপু এবং ঢাকা জেলা কমিটির সভাপতি সাংবাদিক ও মানবাধিকার সংস্থা uuhrbf এর আঞ্চলিক অফিসার হাফেজ মোঃ নুরউল্লাহ উপস্থিত ছিলেন।
মোঃ রিয়াজউদ্দিন, আদালত প্রতিনিধি, ঢাকা।
Leave a Reply