রবিবার (১৭ নভেম্বর) বিকালে উপজেলার মাটিকাটা মোড় সংলগ্ন কৃষকদলের অস্থায়ী অফিসে থানাহাট ইউনিয়ন কৃষকদল এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন থানাহাট ইউনিয়ন সভাপতি আতাউর রহমান ফুলমিয়া।
লিখিত বক্তব্যে আতাউর রহমান ফুলমিয়া বলেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও তার সহযোগীরা অর্থ বানিজ্য করে আওয়ামী লীগের দোসরদের নিয়ে গত ১৪ নভেম্বর কুড়িগ্রাম জেলা কৃষকদলের আওতাধীন চিলমারী উপজেলা নবগঠিত কৃষক দলের কমিটি প্রকাশ করেন। এতে একতরফা ভাবে স্বজন-প্রীতি করে আওয়ামী লীগের দোসরদের অন্তর্ভুক্ত করে কৃষকদলের ওই কমিটি গঠন করা হয়েছে দাবী করে তা বয়কটের ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, থানাহাট ইউনিয়ন কৃষকদলের সভাপতি আতাউর রহমান ফুলমিয়া, সাধারণ সম্পাদক সাজু মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক আব্দুল হালিম, অষ্টমীর চর ইউনিয়ন সভাপতি মকবুল হোসেন, চিলমারী ইউনিয়ন সভাপতি আব্দুল খালেক, কৃষকদল নেতা সিরাজুল ইসলাম আপন, সাজেদুর রহমান সুজা, আমির হোসেন প্রমুখ।
Leave a Reply