
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কর্তৃক আয়োজিত আজ ০৯ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে সৎ ও নৈতিকতার পথে উদ্বুদ্ধ করা এবং সরকারি-বেসরকারি সকল পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা; জনাব নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, চুয়াডাঙ্গা; জনাব মোঃ বজলুর রহমান, দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ; অধ্যাপক কামরুজ্জামান, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি; প্রফেসর সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গাসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা; স্কুল কলেজের কোমলমতি ছাত্রছাত্রীরা।
Leave a Reply