এস কে ইয়াছিন সিনিয়র স্টাফ রিপোর্টার মাতৃজগত পত্রিকা
চুয়াডাঙ্গা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন গৌতম কুমার বিশ্বাস। সম্প্রতি তিনি দায়িত্ব গ্রহণ করেন।
নতুন এসপি গৌতম কুমার বিশ্বাস দায়িত্ব গ্রহণের পর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পুলিশ বাহিনীকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে সেবা প্রদানে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
চুয়াডাঙ্গার সচেতন মহল আশা প্রকাশ করেছেন, নতুন পুলিশ সুপারের দক্ষ নেতৃত্বে জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ নিরাপত্তার বিষয়ে আস্থাশীল হবেন