
নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে একাধিক পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসব পথসভা জনসমাগমে ভরপুর হয়ে ওঠে এবং পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ মানুষ উৎসাহ-উদ্দীপনায় অংশ নিয়ে অনুষ্ঠানস্থলগুলোকে প্রাণবন্ত করে তোলে।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা–২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাহমুদ হাসান খান বাবু। তিনি তার বক্তব্যে বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ও মতামতের সম্মান নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নই আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য। জনগণের ঐক্যই আমাদের শক্তি—এই ঐক্য নিয়েই আমরা একটি পরিবর্তনের রাজনীতি গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা পরিবর্তনের দিকে মোড় নিয়েছে, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে বিএনপি প্রস্তুত।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র নেতা আনোয়ার হোসেন খান খোকন। তিনি বলেন,
“আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতাকর্মীদের ঐক্য ও সুসংগঠিত প্রচারণাই বিএনপিকে শক্তিশালী করবে। জনগণের আস্থা ফিরে পেতে এই পথসভাগুলো মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে।”
এসময় আরও উপস্থিত ছিলেন—জীবননগর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। তারা দলীয় প্রতীক ধানের শীষ–এর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার উন্নতি, কৃষকদের সহায়তা বৃদ্ধি এবং তরুণদের কর্মসংস্থানের মতো বিভিন্ন অঙ্গীকার তুলে ধরেন।
স্থানীয় জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষ, যুবক-প্রবীণ সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পথসভাগুলোকে সফল করে তোলে। বক্তারা সবাইকে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখা, গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় একসাথে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply