এস কে ইয়াছিন সিনিয়র স্টাফ রিপোর্টার মাতৃজগত পত্রিকা
চুয়াডাঙ্গা জেলার সড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উৎসবমুখর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে শেষ পর্যন্ত বিজয় অর্জন করেছে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল।
নির্বাচন ঘিরে স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভিড় জমায় শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়।
বিজয়ের পর জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীরা জানান, এ জয় মাদ্রাসার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরিচালনার জন্য জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।
অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ফলাফল মেনে নিয়ে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতে মাদ্রাসার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply