
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ (আলমডাঙ্গা-দামুড়হুদা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জেলা কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রুহুল আমিন। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন দায়িত্বশীল এবং তৃণমূল পর্যায়ের অসংখ্য কর্মী অংশগ্রহণ করেন। সভায় সভাপতির বক্তব্যে রুহুল আমিন বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হলে প্রতিটি কর্মীকে আদর্শ, নীতি ও শৃঙ্খলার পথে অটল থাকতে হবে। আমরা জনগণের পাশে থেকে ন্যায়, নীতি ও উন্নয়নের রাজনীতি করতে চাই। ইনশাআল্লাহ, আল্লাহর সাহায্য ও জনতার ভালোবাসায় আমরা বিজয় অর্জন করব।” তিনি আরও বলেন, নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে প্রতিটি ইউনিট পর্যায়ে সভা-সমাবেশ ও গণসংযোগ কার্যক্রম চালিয়ে যেতে হবে। অন্যান্য বক্তারা বলেন, সংগঠনের তৃণমূল শক্তিকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সকল নেতাকর্মীকে মাঠে থেকে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানান। সভা শেষে নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ, ভোটকেন্দ্রভিত্তিক টিম গঠন এবং প্রচারণা কার্যক্রমের রূপরেখা নির্ধারণ করা হয়। আয়োজক: বাংলাদেশ জামায়াতে ইসলামী, চুয়াডাঙ্গা জেলা শাখা তারিখ: ৩ নভেম্বর ২০২৫ স্থান: চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কার্যালয় প্রাঙ্গণ উদ্দেশ্য: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের নির্বাচনী প্রস্তুতি, কৌশল নির্ধারণ ও দলীয় কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে আলোচনা।
Leave a Reply