নিজস্ব প্রতিবেদকঃ
জামাত-বিএনপি’র কুখ্যাত সন্ত্রাসী জাবেদ ও তাঁর সহযোগী ইয়াসিন আরাফাত সোহেল ছাত্রলীগ নেতা ইমরানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে স্বার্থ হাসিলের চেষ্টা করছে।
রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আল ইমরানের বিরুদ্ধে যড়যন্ত্র মূলক মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগ নেতা ইমরান বলেন দীর্ঘদিন যাবত ছাত্রলীগের রাজনিতির সাথে জড়িতো। পাচারে জানুয়ারি সেই ভয়ঙ্কর নির্বাচন সেই সময় আমি জামাত-বিএনপি’র কুখ্যাত সন্ত্রাসীদের বিরুদ্ধে নিজ যোগ্যতায় রাজপথ থেকে লড়াই করেছি আর এখন আমাকে মিথ্যা মামলা খাইতে হচ্ছে । আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ভিত্তি হিন।
সোহেল ও তাঁর বন্ধু কুখ্যাত চোর বমাবাজ সন্ত্রাসী জাবেদ আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা।এটা একটা সরোযন্তো মুলক ভাবে মামলা করেছে। যা উদ্দেশ্য মূলক বলে এক প্রতিবাদ লিপিতে জানান ছাত্রলীগ নেতা ইমরান।
এক প্রতিবাদ লিপিতে ছাত্রলীগ নেতা ইমরান দাবি করে বলেন,আমার মান সন্মান এ আঘাত ও আমাকে মামলা দিয়ে দাবিয়ে রাখার জন্য এ মামলা দিয়েছে। কুখ্যাত সন্ত্রাসী জাবেদ চোর এটা রাজশাহী বাসী যানে। রাজপাড়া থানার ওসি ও এস আই মকবুল মোটা অংকের টাকা খেয়ে আমার নামে মিথ্যা মামলা দিয়েছে।
ইয়াসিন আরাফাত সোহেল ও তাঁর বন্ধু কুখ্যাত সন্ত্রাসী চোর জাবেদ এসব মিথ্যা অভিযোগ করে সম্মান ক্ষুন্ন করতে চাই। সোহেল ও কুখ্যাত সন্ত্রাসী জাবেদ জামাত-বিএনপি রাজনিতির সাথে জড়িতো।এবং তার ভাই আবেদ নিষিদ্ধ ঘসিতো সংগঠন জে এম বির সাথে আতাত আছে বলে আমি আল ইমরান বিসস্তো সুত্রে জানতে পারি। জামায়াত-বিএনপি’র কুখ্যাত সন্ত্রাসী সোহেলের জাবেদ কিছুদিন আগে বোমা মামলায় জেল খেটেছে। জাবেদ ও আবেদ ডাকাতির মামলা আছে রাজশাহী বোয়ালিয়া থানায়। এক হিন্দু পরিবারের মাটি দখল করে বাড়ী বানীয়ে সাগর পাড়ায় বসবাস করে।
ছাত্রললীগ নেতা ইমরান আরো জানায় সোহেল একটা মাগীর দালাল। সহরের নামি দামি লোক দের মেয়ে সাপলাই দেয় সোহেল । দাপটের সাথে সরকারি দলের এক প্রভাব শালী নেতার ছত্র ছায়ায় এই সকল কুকর্ম করে বেরায় দেধার্শে। এর তিব্র পতিবাদ জানাই।
রাজপাড়া থানার ওসি আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা কেনো নিবে। তা আমার বোধগম্ব নয়।এ সকল চোর ছিন্তাই কারি বেশ্যার দালাল জাবেদ,, সোহেল এর বিচার দাবী করছি মহানগর আওয়ামী লীগের নেতাদের কাছে।এমন টা বলছিলেন আল ইমরান ছাত্রলীগ নেতা। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা অনতিলম্বে প্রতাহার চাই এবং দোষি ব্যাক্তি কুখ্যাত চোর বোমাবাজ সন্ত্রাসী জাবেদ, সোহেল ও আবেদ কে আইনের আওতায় আনার যোর দাবি করেছেন সাবেক ছাত্রলীগ নেতা আল ইমরান।
Leave a Reply