চোর জাবেদ এক নামে চিনে রাজশাহীর মানুষ আজ এমনি এক কুখ্যাত চোর এর কাহিনি বলবো। চুরি ছিন্তাই রাহাজানি ও বমারু জাবেদ বাসা রাজশাহীর সাগর পাড়া বোয়ালিয়া থানার অন্তত গত জাবেদ বাবার নাম লতিব যানা জায় তেরখাদিয়া ডাবতলা ভুক্তভোগী নাম প্রকাশে অনিছুক এক ব্যাক্তি জিনি গতো ৭ মাস আগে সে তার সাথে ব্যাবসার কথা বলে একটি দোকান ঘর ভাড়া নেয় দোকান কম্পিউটার এলইডি টিভি আর নগত অর্থ নিয়ে যায় চোর জাবেদ এব্যাপারে জাবেকে জিজ্ঞেস করলে মালিক কে বলে মাল সব চুরি হয়ে গেছে কিন্তু মালিক বলে চুরি হলেতো তালা ভাংচুর থাকবে আপনার কাছে আমি বিশ্বাশ করে চাবি দিয়েছি এখন আপনি বলছেন চুরি হয়ে গেছে কিভাবে বলেন তখন জাবেদ চোর ওকে ভয় দেখায় যে এব্যাপারে মুখ খুল্লে জানে মেরে ফেলবো পালা এখান থেকে। পরে জাবেদের বাসা থেকে কম্পিউটার ও এল ই ডি টিভি দেখেছে অনেকেই যা এখনো ফেরত দেয়নি চোর জাবেদ এখন জানা যাক ছিন্তাই করা তার আগে পেশা ছিলো মেলা করতে আশা নাটর থেকে রথএর মেলায় আসে এক ফার্নিচার ব্যাবসাই তাকে ফুটপাতে বাবস্যা করে ৫০ হাজার টাকা নিয়ে জাবার সময় জাবেদ সহ চার জন অগ্যাতনামা সেই ব্যাবসাহির কাছ থেকে টাকা চাকু ধরে নিয়ে নেয় জাবেদ ওই লোক তাকে চিনে ফেলে কিন্তু জাবেদ তার কাছে খমা চায় ও তার টাকা ফিরিয়ে দেবে বলে জানায় কিন্তু পরে আর ফিরিয়ে দায়নি উল্টো তাকে মারপিট করে তারিয়ে দিয়ে ছিল এবং বলে ছিলো আর জদি কোনদিন তোকে রাজশাহীতে দেখি জানে মেরেফেলবো লকটি বলে তার বাসার সামনে আমি ফুটপাতে ব্যাবসা করেছি তাকে আমি ভালো মনে করতাম কিন্তুু সে আমার কাছ থেকে টাকা কেরে নিবে আমি ভাবতেও পারিনি। আমি আল্লহর নামে বিচার দিয়েছি বলে কাদতে থাকে। এবার আশা যাক তার এই ঠিকাদারি কেমন ঠিকাদার জাবেদ সগর পাড়ার সবাই তাকে চিনে আগে বাড়ি বানালে তাকে বিভিন্ন প্রকার ভয় দেখিয়ে চাদা আদায় করতো তার ভাই আবেদ সরকারি দলের বিভিন্ন নেতার নাম ভাংগিয়ে চলে প্রভাব সালি নেতাদের পাসে বসে কৌশলে ছবি তুলে তা জাবেদ আর আবেদ মিলে এক সাথে করে চাঁদাবাজি এমন অভিযোগ রহরহ রয়েছে থানায় মামলা করলেও কোন ব্যাবস্তা নেয়নি পুলিশ যা সি ডি এম এস সার্চ করলেই থলের বিড়াল বেরিয়ে আসবে এখন আবার দেখা যাচ্ছে চাঁদাবাজির নতুন কৌশল মাটিকাটার কাজ দেন বোলে চলে চাঁদাবাজি যা সম্পতিক সময়ে দেখা যাচ্ছে এই নতুন কৌশল আসলে তার কোন বৈধ লাইসেন্স নাই তাহলে কি ভাবে কাজ করবে সরকার কে ফাঁকি দিয়ে চলছে তার দূর্নীতি। যার আরো পর্বো দেখবেন আগামী নিউজে চোখ রাখুন জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদে আমরা সত্যর সাথে আগামীর পথে
Leave a Reply