মনোয়ার হোসেন সেলিম
স্টাফ রিপোর্টার
বাংলাদেশের অন্যতম বেসরকারি ও সামাজিক উন্নয়নমূলক সংস্থা "ছওয়াব" প্রতিষ্ঠান থেকেই দেশের আর্থ সামাজিক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা বেদে চলেছে। বিশেষ করে দরিদ্র অসহায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে "ছওয়াব" নিয়মিত ভাবে মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতা ছওয়াব এর উদ্যোগে ২২ শে জুলাই ২০২৫ রোজ মঙ্গলবার সময় ১১ টায়।
ঢাকা মিরপুর ৬ এর অবস্থিত মুকুল ফৌজ মাঠে জীবিকায়ন প্রকল্প এর আওতায় ২০ টি দরিদ্র অসহায় মানুষের মাঝে বিনামূল্যে রিকশা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ছওয়াব এর চেয়ারম্যান জনাব এস এম রাশেদুজ্জামান এর সভাপতিত্বে এবং ডেপুটি ম্যানেজার (প্রোগ্রাম) জনাব আবু সাঈদ মোল্লা এর সঞ্চালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ আনোয়ার পার্লস কলেজের অধ্যক্ষ কর্নেল আব্দুল বাতেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "ছওয়াব" তার জীবিকায়ন প্রকল্পের মাধ্যমে আজ ২০ টি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে রিকশা বিতরণ করেছে, যা এই পরিবারগুলো জীবন ইতিবাচক পরিবর্তন আনবে। এ উদ্যোগ সমাজের দরিদ্র জনগণের জীবনমান উন্নয়নে এক প্রশংসনীয় পদক্ষেপ। আমি ছওয়াব পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও তাদের উত্তোবোত্তর
সাফল্য কামনা করি।
সভাপতি বক্তব্যে "ছওয়াব" চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান বলেন, "ছওয়াব" দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে থেকে শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে কাজ করে আসছে। এই রিকশা বিতরণ কার্যক্রম আমাদের সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। আমারে বিশ্বাস করি মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সেবা। এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা নিজস্ব কর্মসংস্থানের সুযোগ পাবে, যা তাদের আর্থিক স্বাবলম্বীতার পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ছওয়াবের জেনারেল ম্যানাজার লোকমান হোসাইন তালুকাদার, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ জনাব হাসানুল বান্না চপল, সিইও, মাস কন্সট্রাক্ট লিমিটেড, "ছওয়াব"এর ডেপুটি ম্যানেজার (প্রোগ্রাম) জনাব মোহাম্মদ মাহমুদ ভূঁইয়া, জনাব তানভীর শাহরিয়ার শুভ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।