বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ছোট ছনুয়া ২ নং ওয়ার্ডে আপন মা কে তাহার আপন ছেলেরা চুলের মুঠি ধরে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত ২৩সেপ্টেম্বর ২০২১ ইং বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘঠনা ঘটায় বলে জানান বৃদ্ধা এই মহিলা।এ ব্যাপারে তিনি বাঁশখালী সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিট্রেট এর আদালতে একটি মামলা দায়ের করেন তারই ঔরশজাত তিন সন্তানের বিরুদ্ধে।
বাদি লুৎফুন্নেছা(৬৫) বলেন স্বামী আহমেদ শফি মারা যায় দীর্ঘ নয় মাস হয়।আমার ৮ ছেলে ২ মেয়ে সবার বিয়ে হয়ে গেছে তাদের আলাদা আলাদা বাড়ী ঘর আছে আমি আমার স্বামীর রেখে যাওয়া বাড়িতে একলা বসবাস করে আসছিলাম অভিযুক্ত ছেলেরা আমার ঘর বাড়ী ভেঙ্গে নিয়ে যাওয়ার সময় একটা খাট,একটা সু কেইস ও একটি কম্বল দেওয়ার জন্য অনুরোধ করলে আমাকে মারধর করে।আমার বড় ছেলে তা দেখে প্রতিবাদ করলে তাকে ও মেরে আঙ্গুল ভেঙে দেয় ও লোহার রড দিয়ে মেরে জখম করে।আমার কাছে থাকা কিছু ধান চাউল ও এক পদ স্বর্ণালংকার ছিল তা ও ছিনিয়ে নিয়ে নিয়েছে।আমি বাকী জীবন কিভাবে কাটাব কার কাছে যাব আমি সত্যিই অভাগী ৮সন্তানের মা হয়ে আজ আমি দিশেহার।আমি এমন কুলঙ্গার সন্তানদের বিচার চাই।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ইউনুচ ও সাবক মেম্বার শাহাবুদ্দিন এর সাথে কথা বল্লে তাঁরা বলেন উভয়পক্ষ মামলা করেছে বলে শুনেছি।বিগত জীবনে আমরা অনেকবার মিমাংসা করেছি তারা চাইলে আমরা আপস মিমাংশা করে দিব বলেন।
Leave a Reply