লিমন তালুকদার,জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন বিশ্বাস (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সুলতানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেরাইয়া গ্রামের বাসিন্দা এবং বাবুল বিশ্বাসের ছেলে। জীবিকা নির্বাহের জন্য তিনি ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) চালাতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ মে) সকাল বেলা প্রতিদিনের মতো তিনি নিজ বাড়ির আঙিনায় রাখা টমটমটি চার্জ থেকে খুলছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে যান। শিপন বিশ্বাসের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, শিপন ছিলেন অমায়িক ও পরিশ্রমী একজন তরুণ। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের মাতম।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, বিষয়টি আমরা জেনেছি এবং প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।