মোঃ রুবেল সিনিয়র রিপোর্টার:চট্টগ্রাম ফটিকছড়ি বারমাসিয়া চা বাগানের স্বর্গীয় হরিলাল মেম্বারের বাড়ির প্রাঙ্গণে ২ মে শুক্রবার সুয়াবিল ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সাবেক মেম্বার বাবু আপন কুর্মী পরিবারের উদ্যাগে শ্রী রাধা কৃষ্ণ ও গনেশ ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠাতা ও মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে গীতা পাঠের আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানের মধ্যে বিশেষ আকর্ষণ ছিল,মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, শুভ অদিবাশ, ভোগ নিবেদন, মহা প্রসাদ আস্বাদন, শত শত ভক্তের আগমনে মুখরিত ছিল উৎসব অঙ্গন, যা পরিণত হয়েছিল সনাতনী মিলন মেলায়।এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্য শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড এর প্রতিষ্ঠাতা পরিচালক রাজকৃষ্ণ ভট্টাচার্য,রুবেল ভট্টাচার্য, চন্দন ভট্টাচার্য, অপু কুর্মি, অসীম তুরি প্রমূখ। সূর্য শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড এর পরিচালক রাজকৃষ্ণ ভট্টাচার্য বক্তব্যে বলেন, আপন কুর্মীর একটা স্বপ্ন ছিল, বাড়ির পাশে একটা মন্দির স্থাপন করবে আজ সেটা সফল হয়েছে, বাড়ির পাশে মন্দির থাকলে সব সময় পূজা আরাধনা করা যায়।
Leave a Reply